রাজধানীর দারুস সালাম থানাধীন এলাকা থেকে মাখন (২৪) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সকাল সাড়ে ৭টার দিকে লাশটি উদ্ধার করা হয়। মাখনের বাড়ি মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার চাকুরিয়া থানায়।
জানা যায়, মাখন ভাঙারির দোকানে চাকরি করতেন এবং মিরপুর বেড়িবাঁধ এলাকায় ভাড়া বাসায় থাকতেন। দুইদিন থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সকালে দারুস সালাম থানাধীন কিংশুক সিটি থেকে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মাখনের লাশ উদ্ধার করে পুলিশ।
দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ বশির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হবে।
বিডি প্রতিদিন/৭ মে ২০১৭/হিমেল