হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক ফ্লাইটে আসা তিন যাত্রীর কাছ থেকে ৭২৪ কার্টন বিদেশি সিগারেট জব্দ করেছে বিমানবন্দর কাস্টম হাউজ প্রিভেনটিভ টিম। শনিবার রাত সাড়ে ৩টা থেকে ৪টার মধ্যে এসব সিগারেট জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা শুল্ক কর্তৃপক্ষের সহকারী কমিশনার এ এইচ এম আহসানুল কবীর জানান, এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইটে রাত সাড়ে ৩টায় বিমানবন্দরে আসেন আখতার হোসেন ও ওমর ফারুক নামে দুই যাত্রী এবং রাত ৩টা ৪০ মিনিটে কুয়েত এয়ারওয়েজের বিমানে শাহজালালে অবতরণ করেন জামাল উদ্দিন নামে অপর এক যাত্রী।
বিমানবন্দর গ্রিন চ্যানেল অতিক্রমকালে কাস্টম হাউজের প্রিভেনটিভ দলের সদস্যরা তাদের ব্যাগেজ স্ক্যানের সময় সিগারেটের অস্তিত্ব পায়। পরে তাদের ব্যাগেজ তল্লাশি করে ৭২৪ কার্টন মন্ড ব্র্যান্ডের সিগারেট জব্দ করা হয়।
তিনি আরও জানান, জব্দকৃত সিগারেটের আনুমানিক বাজারমূল্য ১৯ লাখ টাকা। এ ব্যাপারে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/ ০৭ মে ২০১৭/আরাফাত