ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৪২ জনকে গ্রেফতার করেছে ডিএমপির বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কিমিশনার (মিডিয়া) মোহাম্মদ ইউসুফ আলী বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার সকাল ৬টা থেকে রবিবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃতরা মাদক ব্যবসা ও মাদক সেবনের সঙ্গে জড়িত। তাদের কাজ থেকে ৪০,৮৮৬ পিচ ইয়াবা, ৬৫০ গ্রাম গাঁজা, ২৭৭ গ্রাম ও ১৫০ পুরিয়া হেরোইন, ১০ বোতল ফেন্সিডিল ও ৫২ পিচ ইনজেকশন উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/ ০৭ মে ২০১৭/আরাফাত