নিহত জঙ্গি নুরুল ইসলাম মারজান ও তার সহযোগী সাদ্দামের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে দাফনের জন্য আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে। রবিবার বেলা ১১টার দিকে তাদের মরদেহ হস্তান্তর করা হয়।
কাউন্টার টেরোরিজম ইউনিটের পরিদর্শক আব্দুল্লাহ আল নজরুল ইসলাম আঞ্জুমান মফিদুল ইসলামের ডিউটি অফিসার মাহমুদ হাসানের কাছে হস্তান্তর করেন। তাদের লাশ বেওয়ারিশ হিসেবে জুরাইন কবরস্থানে দাফন করা হবে।
এর আগে গত ৭ জানুয়ারিতে ডিএমপির (মিডিয়া) অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ ইউসুফ আলী জানান, তাদের লাশ দাফনের জন্য আঞ্জুমান মফিদুল ইসলামে হস্তান্তর করা হবে। নিয়ম অনুযায়ী তাদের লাশের দাবি করে কেউ আবেদন করলে, পরিচয় নিশ্চিত করে তাদের লাশ হস্তান্তর করা হবে। কিন্তু কেউ আবেদন না করলে বেওয়ারিশ হিসেবে দাফনের জন্য লাশ আঞ্জুমান মফিদুল ইসলামে হস্তান্তর করা হবে।
উল্লেখ্য, ৫ জানুয়ারি (বৃহস্পতিবার) রাতে মোহাম্মদপুরের রায়েরবাজার বেঁড়িবাধ এলাকায় পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ গুলশান হামলার অন্যতম মাস্টারমাইন্ড ও নব্য জেএমবির সামরিক কমান্ডার জঙ্গি নুরুল ইসলাম মারজান ও তার সহযোগী সাদ্দাম হোসেন নিহত হন।
বিডি প্রতিদিন/ ০৭ মে ২১০৭/আরাফাত