সিলেট নগরীর টিলাগড়ে এক দোকান কর্মচারীকে কুপিয়ে গুরুতর আহত করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। আশঙ্কাজনক অবস্থায় টিলাগড়স্থ টিলাগড় রেস্টুরেন্টের কর্মচারী রানা মিয়াকে (২৫) এমএজি ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার বিকাল ৫টার দিকে এ ঘটনা ঘটে।
টিলাগড় রেস্টুরেন্টের মালিক কালাম মিয়া অভিযোগ করে বলেন, ‘স্থানীয় ছাত্রলীগ নেতা টিটু, সঞ্জয়, শাহীনসহ কয়েকজন আমাদের কাছে চাঁদা দাবি করে। চাঁদা নিতে বুধবার হোটেলে আসে তারা। চাঁদা না দেওয়ায় দোকানের কর্মচারী রানার উপর হামলা চালানো হয়। রানার নিতম্বে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
এদিকে ঘটনার খবর পেয়ে নগরীর শাহপরান থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
শাহপরান থানার ওসি আখতার হোসেন বলেন, ‘ঘটনার সাথে জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।’