রাজধানীর বনানীর একটি অভিজাত হোটেলে দুই তরুণী ধর্ষণের ময়নাতদন্তের রিপোর্ট আজ বৃহস্পতিবার পুলিশের কাছে হস্তান্তর করা হবে। বুধবার রাতে সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ড. সোহেল মাহমুদ। তবে ময়নাতদন্তের রিপোর্টে কী এসেছে, তা জানাতে রাজি হননি ড. সোহেল।
তিনি জানান, ময়নাতদন্তের সবকটি রিপোর্ট তিনি হাতে পেয়েছেন। বৃহস্পতিবার বেলা ১১টায় পাঁচ সদস্য বিশিষ্ট মেডিক্যাল বোর্ডের উপস্থিতিতে এ রিপোর্ট পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
উল্লেখ্য, ধর্ষণের শিকার হওয়ার অভিযোগে গত ৬ মে রাজধানীর বনানী থানায় মামলা করেন ওই দুই তরুণী। মামলায় আসামি করা হয় আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদ, নাঈম আশরাফ, সাদমান সাকিফ, তাদের গাড়িচালক বিল্লাল ও সাফাতের দেহরক্ষী রহমত আলীকে।
বিডি প্রতিদিন/এ মজুমদার