রাজধানীতে রামপুরা ওয়াপদা রোড বাগিচারটেক এলাকা থেকে তাছলিমা আক্তার (২০) নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. দুলাল আহম্মদ লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, রামপুরায় তাছলিমা তার স্বামীকে নিয়ে একটি বাসায় ভাড়া থাকতো। পারিবারিক কলহের জের ধরে গলায় ফাঁস লাগিয়ে সে আত্মহত্যা করেছে বলে জানা যায়। ময়নাতদন্তের রিপোর্ট পেলে সঠিক কারণ জানা যাবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার