গাজীপুরের টঙ্গী উত্তর আউচপাড়া খাঁ-পাড়া রোড এলাকায় তমাল (১২) নামের এক শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। গত বুধবার রাতের ওই ঘটনায় নাজমুল আলম (১৪) ও আহসান উল্লাহ (২৭) নামের দুইজনকে আটক করেছে টঙ্গী থানা পুলিশ।
এ ঘটনায় তমালের মা হুজুরা বেগম বাদী হয়ে গতকাল বুধবার রাতেই আহসান উল্লাহ, রনি, রাসেল, নাজমুলসহ অজ্ঞাত নামা আরও ৪/৫ জনকে আসামী করে টঙ্গী থানায় একটি মামলা করেন।
হুজুরা বেগম জানান, তমাল উত্তর আউচপাড়া খা-ঁপাড়া এলাকার আহসান উল্লাহর টাইলসের দোকানে কর্মচারি হিসেবে কাজ করতো। প্রতিদিন রাত ১১টার মধ্যে সে বাসায় ফেরে।
গতকাল রাত সোয়া ১১টা বেজে গেলেও বাসায় না ফেরায় সন্দেহ হয়। মোবাইল ফোনে বারবার কল করলেও তমাল রিসিভ করছিল না। পরে দোকানের অপর কর্মচারি নাজমুল আলম ও দোকান মালিক আহসান উল্লাহ খবর দেয় নির্মাণাধীন একটি ভবনের তমাল অজ্ঞান হয়ে রয়েছে। খবর পেয়ে তাকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে টঙ্গী থানা এসআই মো. ছিদ্দিকুর রহমান বলেন, নিহত তমালের মাথায় জখমের চিহ্ন রয়েছে। তার লাশ উদ্ধার করা হয়েছে।
আটক আহসান উল্লাহ সাংবাদিকদের বলেন, রাত ১০টার দিকে দোকান বন্ধ করে আমরা যার যার মতো চলে যাই। রাত সোয়া ১১টার দিকে আমার এক বন্ধু ফোন করে জানান, নাসির উদ্দিন মোল্লার ওই নির্মাণাধীন ভবনের নিচে তমাল পড়ে আছে। খবরটি তার স্বজনদের জানিয়ে দ্রুত আমি ঘটনাস্থলে যাই। আমি আর কিছুই জানি না।
নিহত তমালের বাড়ি শেরপুরের সদর উপজেলার তিরসা গ্রামে। সে স্থানীয় বাদশা মিয়ার বাড়িতে মায়ের সঙ্গে ভাড়া বাসায় থাকতো।
টঙ্গী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, থানায় মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
বিডি প্রতিদিন/১ জুন, ২০১৭/ফারজানা