মোরায় ক্ষতিগ্রস্তদের জন্য ভারতীয় ত্রাণ ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলা চট্টগ্রামের জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরীর কাছে হস্তান্তর করেন। বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম বন্দরের ৫ নম্বর জেটিতে ভারতীয় জাহাজে নিয়ে আসা ত্রাণ হস্তান্তর করা হয়। একই অনুষ্ঠানে ভারতীয় জাহাজ ‘আইএনএস সুমিত্রা’ ত্রাণ সামগ্রী ও গভীর সমুদ্র থেকে উদ্ধার করা ৩৩ বাংলাদেশি জেলেকে চট্টগ্রাম জেলা প্রশাসকের হাতে হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রামে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার সোমনাথ হালদার, বিএনএস ঈশা খাঁর কমান্ডিং অফিসার কমডোর মুসা, আইএনএস সুমিত্রা জাহাজের কমান্ডিং অফিসার এসপি শ্রিশান, বন্দরের সদস্য (প্রকৌশল) ক্যাপটেন জুলফিকার আজিজ, পরিচালক (নিরাপত্তা) লে. কর্নেল আবদুল গাফফার, পরিচালক (পরিবহন) গোলাম ছরওয়ার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মমিনুর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুকুর রহমান সিকদার।
এ সময় ভারতীয় হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বলেন, ‘ঘূর্ণিঝড় মোরায় নিহতের ঘটনায় আমরা শোকাহত। আইএনএস সুমিত্রা প্যাকেটজাত খাবার, তাবু, কাপড়চোপড় ও প্রাথমিক চিকিৎসা সরঞ্জামসহ চট্টগ্রাম এসেছে। তাছাড়া আরো জাহাজকেও প্রস্তুত রাখা হয়েছে, যাতে ত্রাণ সামগ্রী বিতরণসহ বাংলাদেশের যেকোনো প্রয়োজনে কাজে আসতে পারে।’
বঙ্গোপসাগর থেকে ৩৩ জনকে উদ্ধার
ভারতীয় জাহাজ আইএনএস সুমিত্রা বাংলাদেশে আসার পথে ৩৩ জনকে উদ্ধার করেছে। তারা সবাই মহেশখালী উপজেলার। ভারতীয় নৌবাহিনীর জাহাজ এইএনএস সুমিত্রা ঘূর্ণিঝড় মোরা’র আঘাতে ডুবে যাওয়া মাছধরার ট্রলার হতে উদ্ধার করা জেলেদের বৃহস্পতিবার জেলা প্রশাসকের হাতে তুলে দেন ভারতীয় রাষ্ট্রদূত শ্রী হর্ষ বর্ধন শ্রীংলা।
বাংলাদেশে আসার পথে ৩৩ জন জেলেকে উদ্ধারের বর্ণনা দিতে গিয়ে জাহাজের কমান্ডিং অফিসার বলেন, আমরা তখন চট্টগ্রাম থেকে ৯০ নটিক্যাল মাইল দক্ষিণে। এ সময় দেখলাম একটি গাছের ভেতর থেকে দুটি হাত সহযোগিতার আহ্বান জানাচ্ছে। তখন সাগর খুবই উত্তাল। এই অবস্থায় জাহাজের মেরিন কমান্ডারকে বোট নিয়ে উদ্ধারের নির্দেশ দেই। তারা লাইফ বোট নিয়ে উদ্ধারে নেমে পড়ে। দুটি মাছ ধরার ট্রলারের ৩৪ জন জেলেকে উদ্ধার করা হয়। এর মধ্যে একজনের মৃত্যু হয়। চেষ্টা করেও তাকে বাঁচাতে পারিনি।’ তিনি বলেন, গাছের সঙ্গে থাকা জেলেদের উদ্ধার করতে গিয়ে মেরিন কমান্ডার দেখেন সাগরের বিভিন্ন স্থানে আরও কয়েকটি গ্রুপে মানুষ ভাসছে। আমরা তাদেরও উদ্ধার করি। উদ্ধারের পর তাদের প্রাথমিক চিকিৎসা এবং খাবার দেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার