চট্টগ্রাম মহানগরের গুরুত্বপূর্ণ আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকা ও হালিশহরকে জোয়ার থেকে রক্ষা করতে মহেশখালে বন্দরের অর্থায়নে নির্মিত অস্থায়ী বাঁধটি দ্রুত অপসারণ করা হবে। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) সম্মেলন কক্ষে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, পানি উন্নয়ন বোর্ড ও চসিকের যৌথ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। উজানের ভারীবর্ষণের পানি নামতে না পেরে বিশাল এলাকায় দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা, মহেশখাল ভরাট, দখল ও দূষণে বিপর্যস্ত এলাকাবাসীর কাছে বাঁধটি মরণ ফাঁদে রূপ নিয়েছে।
চসিক মেয়র আ জ ম নাছির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল) কমোডর জুলফিকার আজিজ, প্রধান প্রকৌশলী মাহমুদুল হক, পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী একেএম শামসুল করিম, নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎ কুমার সাহা, বন্দরের নির্বাহী প্রকৌশলী শফিউল হাসান চৌধুরী, গোসাইলডাঙ্গা ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ হাবিবুল হক, উত্তর মধ্যম হালিশহর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ শফিউল আলম প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার