চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাছে ফরমালিন, ফ্রিজে পঁচা মাছ, নিম্নমানের ফল, সমুচা সংরক্ষণ ও বিক্রির দায়ে স্বপ্ন ফোরাম সেন্টারের আসিক বেলালকে তিন লাখ টাকা এবং মাছে ফরমালিন মিশ্রণের দায়ে খুলশী মার্ট শপিং মলকে তিন লাখ টাকা জরিমানা করেছেন। বৃহস্পতিবার দুপুরে চসিকের স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা জজ) জাহানারা ফেরদৌসের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে উপস্থিত ছিলেন চসিকের ফুড টেস্ট ল্যাবরেটরির কেমিস্ট ইলিয়াস জাহেদী সম্পদ, চসিকের ইন্সপেক্টর ইয়াসিন চৌধুরী প্রমুখ। তাছাড়া চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট সনজীদান শরমিনের নেতৃত্বে পৃথক অভিযানে নগরের রেয়াজুদ্দিন বাজার এলাকার বিভিন্ন দোকানে অভিযান পরিচালিত হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার