সাভারের পাকিজা ডাইং অ্যান্ড প্রিন্টিং কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের মজিদপুর এলাকাস্থ পাকিজা প্রিন্টিং অ্যান্ড ডাইং কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় ওই কারখানার ৮ শ্রমিক দগ্ধ হয়। এছাড়া আরো ১২ জন গুরুতর আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় সাইফুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের সহকারী পরিচালক মাসুদুর জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিন ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে কেমিকেলের গুদাম থেকে আগুনের সূত্রপাত হওয়ায় দ্রুত তা চারদিকে ছড়িয়ে পড়েছে। প্রাথমিকভাবে তিনি ক্ষয়-ক্ষতির পরিমাণ জানাননি।
এদিকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. তমাল বলেন, অগ্নিকাণ্ডে ৪ জন দগ্ধ হয়েছেন।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/ ০২ জুন ২০১৭/আরাফাত