ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেছেন, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট দেওয়ার সাহস কেবল মাত্র বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাই রাখেন। এই সরকার শিক্ষাবান্ধব সরকার। সে কারণেই এবারের বাজেটে শিক্ষাখাতে সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। কারণ শিক্ষার উন্নতি না হলে দেশের উন্নতি হবে না। শিক্ষিত সমাজই একটি সমৃদ্ধ জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
শুক্রবার বিকেলে রাজধানীর পরীবাগে ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ছাত্রলীগ সভাপতি বলেন, নতুন অর্থ-বছরের জন্য প্রস্তাবিত ‘গণমুখী’ ও ‘উন্নয়নমূলক’ বাজেট। এর মাধ্যমে ‘সমৃদ্ধ বাংলাদেশ’ গঠন আরো এক ধাপ এগিয়ে যাবে। আওয়ামী লীগের টানা আট বছরের ক্ষমতায় দেশের অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। অর্থনীতির বিভিন্ন সূচকে দেশের অগ্রগতি হয়েছে। দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন হয়েছে। উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য প্রস্তাবিত বাজেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ছাত্রলীগ সভাপতি আরো বলেন, অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করে তোলার জন্য শিল্পখাতও অগ্রাধিকার পেয়েছে।
সোহাগ বলেন, বাংলাদেশের ইতিহাসে সবেচেয়ে বড় বাজেট দিয়েছে আওয়ামী লীগ সরকার। এ বাজেটে জনগণের কল্যাণ ও দেশের অগ্রগতি নিহিত রয়েছে। বাজেট বাস্তবায়নের মাধ্যমে দেশের কল্যাণ সাধিত হবে। এ বাজেট আমাদের রূপকল্প ২০২১ বাস্তবায়নের।
মতবিনিময় সভায় ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/০২ জুন ২০১৭/আরাফাত