মিরসরাইয়ের অন্যতম সামাজিক সংগঠন অদম্য ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে দুস্থ, গরিব ও অসহায় ৮২ টি পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার মিরসরাইয়ের বামনসুন্দর দারোগার হাটস্থ সংগঠনের নিজস্ব কার্যলয় থেকে এই ইফতার সামগ্রী বিরতণ করা হয়। অদম্য ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি নিয়াজ মুহাম্মদ সাজেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হোসেন ঈমাম রিগার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন মিরসরাই উপজেলা সমাজসেবা কর্মকর্তা জসিম উদ্দিন। এসময় বিশেষ অতিথি ছিলেন ৭ নং কাটাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী, নয়া দিগন্ত পত্রিকার মিরসরাই প্রতিনিধি সাংবাদিক এম মাঈন উদ্দিন, ইউপি সদস্য মমতাজুল করিম মিটুল, রোকেয়া বেগম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অদম্য-২০০৫ এর সভাপতি এনামুল হক সোহাগ।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন অদম্য-২০০৫ এর যুগ্ম সম্পাদক সালাহ উদ্দিন, দপ্তর সম্পাদক নজরুল ইসলাম, অদম্য ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ত্রাণ সম্পাদক জয়নাল আবেদিন, উপ কমিটির আহবায়ক রিয়াজ উদ্দিন জুয়েল, সদস্য সচিব তারেক উজ জামান তকির, নাজমুল, মাসুম, নুর ছালাম, কামরুল, সাখাওয়াত, জিহান প্রমুখ।
বিডি প্রতিদিন/২ জুন ২০১৭/হিমেল