রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে আজও মাঠে ছিল জেলা প্রশাসনের ‘বাজার মনিটরিং টিম’। চারজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত নগরীর চাক্তাই বাজার, কাজীরদেউরী বাজার, বহদ্দারহাট বাজার এবং কর্ণেলহাট বাজার অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন অভিযোগে ১৬ দোকানকে জরিমানা করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুস সামাদ শিকদারের নেতৃত্বে সকালে নগরীর বহদ্দার হাট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময়ে পণ্যের মূল্য, পরিমাণ, উৎপাদন তারিখ, মেয়াদ উর্ত্তীণের তারিখ, সর্বোচ্চ খুচরা আটটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। জেলা প্রশাসনের অপর তিনটি টিম চাকতাই, কর্ণেলহাট এবং কাজীর দেউরি বাজারের অভিযান চালায়। অভিযানে আটটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার