চট্টগ্রামের বাঁশখালীতে ডাকাত সন্দেহে গণপিটুনিতে সাহাব উদ্দিন নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ উপজেলার সরল ইউনিয়নের পাইরাং গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাহাব উদ্দিন রাঙ্গুনীয়া উপজেলার আবদুল জলিলের ছেলে।
বাঁশখালীর ওসি আলমগীর হোসেন বলেন, ডাকাতি শেষে ফেরার পথে বিক্ষুদ্ধ জনতার রোষানলে পড়ে সাহাব উদ্দিন। এ সময় গণপিটুনিতে নিহত হন সাহাব উদ্দিন। পরে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে।
বিডি প্রতিদিন/এ মজুমদার