রাজশাহী সিটি করপোরেশনের অধীনে নির্মাণাধীন দারুচিনি প্লাজা, স্বপ্নচূড়া ও সিটি সেন্টার অবিলম্বে মূল নকশায় সম্পন্ন করে ব্যবসায়ীদের কাছে হস্তান্তর ও বর্ধিত হোল্ডিং ট্যাক্স প্রত্যাহারের দাবিতে নগর ভবন ঘেরাও ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। রবিবার সকালে নগরীর গোরহাঙ্গা নিউমার্কেট মোড় এলাকা বিক্ষোভ মিছিল বের করা হয়। এরপর নগর ভবন ঘেরাও করে সেখানেই অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ করা হয়।
রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের ব্যানারে অনুষ্ঠিত এ ঘেরাও কর্মসূচিতে নগরীর বিভিন্ন পেশাজীবী সংগঠন, ব্যবসায়ী ও মার্কেটে অর্থ লগ্নিকারী ব্যবসায়ীরাও অংশ নেন। প্রায় দুই ঘণ্টাব্যাপী এ ঘেরাও কর্মসূচি থেকে অবিলম্বে নির্মাণাধীন তিনটি বাণিজ্যিক ভবন সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের গৃহীত নকশা অনুযায়ী সম্পন্ন করে তা অর্থ লগ্নীকারি ব্যবসায়ীদের মধ্যে বুঝিয়ে দেওয়ার দাবি জানানো হয়।
একইসঙ্গে নগরীর ঐতিহ্যবাহী সোনাদীঘির অস্তিত্ব রক্ষা, অবৈধ দখলদারদের কবল থেকে ভূবন মোহন পার্ক কেন্দ্রীয় শহীদ মিনার মুক্ত করে সৌন্দর্যবর্ধন ও বর্ধিত হোল্ডিং ট্যাক্স প্রত্যাহারের দাবি জানানো হয়।
রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি মো. লিয়াকত আলীর সভাপতিত্বে নগর ভবনের গ্রাউন্ড ফ্লোরে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি হারুনার রশিদ, মুক্তিযোদ্ধা কমান্ডার ডা. আবদুল মান্নান, আইনজীবী এন্তাজুল হক বাবু, হিন্দু কল্যান ট্রাস্টের ট্রাস্টি অনিল কুমার সরকার, মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান প্রমুখ।
বিডি প্রতিদিন/৪ জুন ২০১৭/হিমেল