রাজশাহী জেলা পরিষদ থেকে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের জন্য আড়াই কোটি টাকার চেক বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে জেলা পরিষদ চেয়ারম্যানের দফতরে আনুষ্ঠানিকভাবে ৭০টি প্রকল্পের সভাপতির কাছে চেক হস্তান্তর করা হয়।
রাজশাহী মহানগরীসহ জেলার নয় উপজেলার বিভিন্ন মসজিদ, মন্দির, ঈদগাহ ও শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে ২০১৬-১৭ অর্থবছরে এই আড়াই কোটি টাকা বরাদ্দ করা হয়। চেক বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহী-৪ (বাগমারা) আসনের এমপি এনামুল হক প্রকল্প সভাপতিদের হাতে চেক তুলে দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মনিরুজ্জামান মনি। বক্তব্য দেন- স্থানীয় সরকার বিভাগের রাজশাহীর উপ-পরিচালক ড. দেওয়ান মো. শাহরিয়ার ফিরোজ, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ নাইমুল হুদা রানা, প্রধান নির্বাহী কর্মকর্তা ইসমাইল হোসেন ও বাংলাদেশ পূজা উৎযাপন পরিষদের সহ-সভাপতি অনিল কুমার সরকার।
বিডি প্রতিদিন/৪ জুন, ২০১৭/ফারজানা