বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার একদিকে ব্যাংক লুট করে শেষ করে দিয়েছে। ছয়টা রাষ্ট্রায়ত্ব ব্যাংককে লোকসানী প্রতিষ্ঠান করেছে। এখন জনগণের ট্যাক্সের টাকা থেকে ১৫ হাজার কোটি টাকা সেখানে ভর্তুকি দেবে। জনগণের পকেট থেকে। তারা করবে চুরি। করবে লুটপাট। বিদেশে বাড়ি তৈরি করবে। বিত্ত তৈরি করবে। আর সেটার খেসারত দেবে বাংলাদেশের মানুষ তাদের পকেটের টাকা দিয়ে। এই অবস্থায় নিয়ে গেছে।
রবিবার দুপুরে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এসব বলেন। রাজধানীর ইঞ্জিনিায়র্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৬ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে এই সভার আয়োজন করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আজকে দেখুন আমাদের দেশের লক্ষ লক্ষ শিক্ষিত যুবক তরুণেরা বেকার। কিন্তু বাজেটে তাদের কর্মসংস্থানের ব্যাপারে কোনো কথা নেই। তারা কর নেবে আর মেগা প্রজেক্ট করবে। যেখান থেকে তারা মেগা লুট করবে। এই হচ্ছে তাদের আসল উদ্দেশ্য। প্রকৃতিগতভাবে এরা লুটেরা। ১৯৭২-৭৫ সালেও আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল একইভাবে তারা লুট করেছে। এ জন্যই মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানী বলেছিলেন, বাংলাদেশ বাদ দিয়ে আওয়ামী লীগের নাম রাখা হোক- ‘নিখিল বাংলাদেশ লুটপাট সমিতি’।
স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভুইয়া জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবীব উন নবী খান সোহেল, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ প্রমুখ।