গাজীপুরে কাশিমপুরে বয়লার বিস্ফোরণে হতাহত শ্রমিকদের ক্ষতিপূরণ দেওয়ার পরিবর্তে মামলা দায়েরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মানববন্ধন এবং মিছিল করেছেন ঢাকাস্থ মিরসরাইবাসী।
শুক্রবার বিকেল সাড়ে ৩টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন করেন তারা। মানববন্ধন শেষে তারা বিক্ষোভ মিছিলও করেন।
মানববন্ধন থেকে অভিযোগ তোলা হয়, শ্রমিকের ঘাড়ে দোষ চাপিয়ে কারখানা মালিক মৃত ব্যক্তিদের নামে মামলা দিয়েছেন।
এসময় বক্তারা বলেন, বয়লার বিস্ফোরণের জন্য দায়ী মালিক। অথচ ওভারটাইম ডিউটির জন্য ফোন করে ডেকে এনে শ্রমিকদের মৃত্যুরমুখে ফেলেছেন কারখানা মালিক। এ ঘটনায় ১৩ জন শ্রমিক প্রাণ হারান। যাদের মধ্যে ৩ জন (মনসুর, সালাম ও আরশাদ) চট্টগ্রামের মিরসরাইয়ের বাসিন্দা।
অথচ ওই তিনজনের নামে উল্টো মিথ্যা মামলা দিয়ে পার পেতে চাচ্ছেন কারখানা মালিক।
মানববন্ধনে বক্তব্যে সাবেক মন্ত্রী দিলীপ বড়ুয়া বলেন, ক্ষতিপূরণ যাতে না দিতে হয় সেজন্য মালিক চালাকি করে নিহত শ্রমিকদের নামে মামলা দিয়েছেন। এসব শ্রমিক মোটেও বয়লার বিস্ফোরণের জন্য দায়ী নন।
দিলীপ বড়ুয়া স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, মামলা অবিলম্বে প্রত্যাহার করে দোষীদের গ্রেফতার করুন।
দোষী মালিকের বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের দাবি তুলে তিনি বলেন, চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত শ্রমিকদের অধিকার আদায়ের এ আন্দোলন অব্যাহত থাকবে।
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, অ্যাডভোকেট সাইফুর রহমান, রাজনীতিবিদ ও শিক্ষানুরাগী শাহীদুল ইসলাম চৌধুরী, মিরসরাইয়ের সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল আনোয়ার সবুজ, মানবাধিকার কমিশন মিরসরাই শাখার সভাপতি সাংবাদিক নুরুল আলম, সমধারা সম্পাদক সালেক নাছির উদ্দিন প্রমুখ।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন