কেন্দ্রের নির্দেশে সিলেটে সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু করেছে বিএনপি। গত ১ জুলাই থেকে অনানুষ্ঠানিকভাবে এ কার্যক্রম শুরু হয়েছে। আজ শনিবার থেকে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম শুরু হবে বলে দলটির নেতারা জানিয়েছেন।
নতুন সদস্য সংগ্রহের সাথে সাথে পুরনো সদস্যদের নবায়ন কার্যক্রমও চলছে। সিলেট জেলা ও মহানগর বিএনপির অন্তর্ভূক্ত সকল ইউনিট মিলিয়ে এবার দুই লাখ নতুন সদস্য সংগ্রহ করতে চায় বিএনপি।
দলীয় সূত্র জানায়, ‘রাজনৈতিক প্রতিকূল পরিস্থিতি’র কারণে গত কয়েক বছর বিএনপি সদস্য সংগ্রহ কার্যক্রম চালাতে পারেনি। বর্তমানে রাজনৈতিক পরিস্থিতি কিছুটা শান্ত থাকায় এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় বিএনপি সদস্য সংগ্রহ কার্যক্রম শুরুর সিদ্ধান্ত গ্রহণ করে। টানা দুই মাস দেশজুড়ে এ কার্যক্রম চালাবে দলটি।
সদস্য সংগ্রহ ও নবায়নের বিষয়টি জানিয়ে অতি সম্প্রতি সিলেট জেলা ও মহানগর বিএনপির শীর্ষ নেতৃত্বকে চিঠি প্রদান করে কেন্দ্রীয় বিএনপি। তবে ফোনের মাধ্যমে কেন্দ্র থেকে আগেই মৌখিক নির্দেশনা দেওয়া হয়েছিল। কেন্দ্রের নির্দেশনা পেয়ে সিলেট জেলা ও মহানগর বিএনপি তাদের অন্তর্ভূক্ত প্রতিটি ইউনিটকে এ ব্যাপারে অবগত করে রেখেছিল।
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ বলেন, ‘আমরা একটু দেরিতে কেন্দ্রের চিঠি পেয়েছি। তবে কেন্দ্রের মৌখিক নির্দেশনার প্রেক্ষিতে সদস্য সংগ্রহ ও পুরনো সদস্যদের নবায়নের বিষয়টি আমরা সকল ইউনিটকে অবগত করে রেখেছিলাম। ফলে গত ১ জুলাই থেকে অনানুষ্ঠানিকভাবে এ কার্যক্রম শুরু হয়। আজ শনিবার থেকে আমরা আনুষ্ঠানিকভাবে সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম শুরু করবো। সিলেটে সকল ইউনিট মিলিয়ে এবার আমাদের টার্গেট দুই লাখ নতুন সদস্য সংগ্রহ।’
তিনি জানান, গত ২ জুলাই কেন্দ্রের নির্দেশনার চিঠি সিলেটের সকল উপজেলা ও পৌর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর পাঠানো হয়।
এদিকে, আজ শনিবার সকাল সাড়ে ১১টায় নগরীর দরগাহ গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের নিচতলায় জেলা বিএনপির সদস্য সংগ্রহ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
দলীয় সূত্র জানায়, ১৮ বছরের ঊর্ধ্বে বাংলাদেশি যে কোনো নাগরিক ১০ টাকা দিয়ে ফরম পূরণ করে বিএনপির প্রাথমিক সদস্য হতে পারবেন। এবার সিলেট জেলা ও মহানগরে প্রায় দুই লাখ নতুন সদস্য সংগ্রহের টার্গেট দলটির। এক্ষেত্রে সিলেটের ১০৪টি ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ড থেকে ২শ’, চারটি পৌরসভার প্রত্যেক ওয়ার্ড থেকে ৩শ’ এবং সিলেট মহানগরীর ২৭টি ওয়ার্ড থেকে এক হাজার করে নতুন সদস্য সংগ্রহের টার্গেট রয়েছে বিএনপির।
সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম বলেন, ‘সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েই নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম শুরু করছে মহানগর বিএনপি। মহানগর বিএনপির অন্তর্ভূক্ত প্রতি ওয়ার্ড থেকে ন্যুনতম এক হাজার সদস্য সংগ্রহের টার্গেট রয়েছে আমাদের।’
বিডি প্রতিদিন/০৮ জুলাই ২০১৭/এনায়েত করিম