বন্ধুর স্ত্রীকে উত্যক্তের জের ধরে খুলনায় ধারালো অস্ত্রের আঘাতে হারুনুর রশিদ (৩৫) নামের একজন ঠিকাদার নিহত হয়েছেন। তিনি মহানগরীর বসুপাড়া আজাদ লন্ড্রি এলাকার খান আবু হাসানের ছেলে।
শনিবার আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সন্দেহভাজন আসামী মো. সেলিম শেখ এসব কথা পুলিশকে জানিয়েছেন।
এর আগে, শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে বসুপাড়া আজাদ লন্ড্রি মোড়ে এ ঘটনা ঘটে। নিহতের ভাই খান হানিফুর রশিদ বাদী হয়ে ১০ জনকে আসামীকে করে থানায় মামলা করেছেন।
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোমতাজুল হক বাংলাদেশ প্রতিদিনকে জানান, আসামিরা সকলেই নিহতের বন্ধু। মামলার প্রধান আসামি মো. সেলিম শেখের স্ত্রীর মোবাইলে নিহত হারুনুর রশিদ একটি ‘ম্যাসেজ’ দেয়। এই ‘ম্যাসেজ’ নিয়ে বন্ধুদের মধ্যে বিবাদের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহতের লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুলিশ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ৩ জনকে আটক করেছে বলেও জানান ওসি মোমতাজুল হক।
বিডি-প্রতিদিন/০৮ জুলাই, ২০১৭/মাহবুব