ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাক চাপায় মো. জুনায়েদ নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছেন।
শনিবার দুপুরে মহাসড়কের সীতাকুণ্ড অংশের বাঁশবাড়ীয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জুনায়েদ বাঁশবাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র। তার বাবার নাম বদিউল আলম।
সীতাকুণ্ড থানা পুলিশ জানায়, স্কুলের পরীক্ষা শেষে বাড়ি ফিরছিলেন জুনায়েদ। রাস্তা পার হওয়ার এসময় একটি দ্রুতগতির ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এ ঘটনার পর বিক্ষুদ্ধ ছাত্ররা প্রায় আধ ঘন্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন