তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অধ্যাপক ডা: এম এ মাজেদ চলে গেলেন না ফেরার দেশে। তিনি তার গ্রিন রোডের নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ শনিবার দুপুর সোয়া ১টার দিকে তিনি ইন্তেকাল করেন। আজ বাদ আসর গ্রিন রোড জামে মসজিদে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।
এদিকে ডা. এম এ মাজেদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
বিডি-প্রতিদিন/ ৮ জুলাই, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৬