রাজশাহীর বাঘায় মসজিদে গোপন বৈঠক করার সময় উপজেলা জামায়াতের আমির ও উপজেলা চেয়ারম্যানসহ জামায়াত-শিবিরের ১০ জন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার আহমদপুর জামে মসজিদে গোপন বৈঠক করা অবস্থায় তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, আসর নামাজ শেষে বাজুবাঘা ইউনিয়নের আহমদপুর গ্রামের জামে মসজিদে উপজেলা জামায়াতের আমির ও বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান মাওলানা জিন্নাত আলী, বাঘা পৌর জামায়াতের আমির সাইফুল ইসলাম, চারঘাট উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুল হকসহ ১০ জন দলীয় নেতা-কর্মী নিয়ে গোপন বৈঠক করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে বাঘা থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
বাঘা থানার পরিদর্শক (তদন্ত) হীরেন্দ্রনাথ প্রামাণিক জানান, ওই জামায়াত নেতারা নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে বৈঠক করা অবস্থায় তাদের আটক করা হয়েছে। রবিবার তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন