রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান বজলুর রহমানের অপসারণ ও তার অনিয়ম-দুর্নীতির তদন্ত দাবি করেছেন রাজশাহীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। রবিবার সকালে তার অপসারণের দাবিতে নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ এ বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে।
বিক্ষোভ কর্মসূচিতে বক্তারা বলেন, সরকারিভাবে লটারির মাধ্যমে প্লট বরাদ্দের নিয়ম থাকলেও আরডিএ তা করেনি। চেয়ারম্যানসহ অন্য কর্মকর্তা-কর্মচারীরা তা ভাগ করে নিয়েছেন। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ করা হয়। এতে ক্ষুব্ধ হয়ে রাজশাহীর সিনিয়র সাংবাদিকদের মামলার হুমকি দিয়ে আইনি নোটিশ পাঠায় আরডিএ। প্লট বরাদ্দে অনিয়ম-দুর্নীতির আশ্রয় নেওয়ায় আরডিএ চেয়ারম্যানের অপসারণ ও এ ঘটনায় জড়িতদের শাস্তির আওতায় নিয়ে আসার দাবি জানানো হয়।
রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী শাহেদ, মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বড়জাহান, মহিলা পরিষদের সভাপতি কল্পনা রায়, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান।
বিডি প্রতিদিন/৯ জুলাই, ২০১৭/ফারজানা