চাঁপাইনবাবগঞ্জে গ্রেফতারকৃত নব্য জেএমবির তিন সদস্যর তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ রবিবার দুপুরে পুলিশ তাদের চাঁপাইনবাবগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে সাত দিন করে রিমান্ড আবেদন করে। শুনানি শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম প্রত্যেকের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডকৃত জেএমবি সদস্যরা হলেন নব্য জেএমবির সামরিক শাখার প্রধান সমন্বয়ক জামাল ওরফে মোস্তফা কামাল, আইটি বিশেষজ্ঞ হাফিজুর রহমান ওরফে হাসান এবং নব্য জেএমবির সামরিক শাখার প্রশিক্ষণপ্রাপ্ত সদস্য জুয়েল ওরফে ইসমাইল। তাদের সকলের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়।
গতকাল শনিবার ভোররাত ৩টার দিকে হলি আর্টিজান হামলার অন্যতম আসামি সোহেল মাহফুজসহ চার জেএমবি সদস্যকে গ্রেফতার করে কাউন্টার টেরিরিজম ইউনিট, পুলিশ সদর দফতর, বগুড়া পুলিশ এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ।
এসময় তারা শিবগঞ্জ উপজেলার পুসকুনী এলাকার একটি আমবাগানের টংঘরে গোপন বৈঠক করছিল।
গ্রেফতারের পর পরই সোহেল মাহফুজকে ঢকায় নিয়ে যায় কাউন্টার টেরিরিজম ইউনিটের সদস্যরা এবং অন্য তিনজনকে চাঁপাইনবাবগঞ্জ কারাগারে পাঠানো হয়।
বিডি প্রতিদিন/৯ জুলাই, ২০১৭/ফারজানা