হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমদানি নিষিদ্ধ দুটি ওয়ালথার পিপি মডেলের পিস্তল জব্দ করেছেন শুল্ক গোয়েন্দারা। এ ঘটনায় কাউকে আটক করতে পারেননি তারা।
রবিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের এয়ার কার্গো ইউনিটের ১ নম্বর স্ট্রং রুমে রাখা আগ্নেয়াস্ত্রগুলো পরীক্ষা করার পর জব্দ করা হয় বলে নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান।
জব্দ করা পিস্তল দুটির মডেল- ওয়ালথার পিপি কালিবার ৭.৬৫ এম এম (.৩২ অটো), ২ পিস (নাম্বার ১৮১৭০৯পি, ৩০৯২৫৫পি)।
অভিযানে শুল্ক গোয়েন্দার এয়ারফ্রেইট দল ছাড়াও কাস্টম হাউস ঢাকার প্রতিনিধি, র্যাব ও অন্যান্য গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/০৯ জুলাই, ২০১৭/মাহবুব