রাজশাহীতে বালুবাহী ট্রাকের চাপায় তৈয়বুর রহমান (১৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। রবিবার দুপুরে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে জেলার পবা উপজেলার মুরারিপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত তৈয়বুর রহমান পাবনার সুজানগর উপজেলার খয়রান গ্রামের তোজাম্মেল হকের ছেলে। দুর্ঘটনায় মোটরসাইকেলের চালকও গুরুতর আহত হয়েছেন। তার নাম জাকির হোসেন (১৮)। সে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার বর্ণালী মোড় এলাকার সাইদুর রহমানের ছেলে।
পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল কুমার চক্রবর্তী জানান, তৈয়বুর রহমান রাজশাহীতে তার আত্মীয়ের বাড়ি বেড়াতে এসেছিল। বর্তমানে তার লাশ রাজশাহী মেডিকেল কলেজের মর্গে রাখা আছে। ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি জানান, দুপুর আড়াইটার দিকে পেছনে তৈয়বুরকে নিয়ে মোটরসাইকেল চালিয়ে জাকির রাজশাহী শহরের দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেলের সামনে ছিল একটি প্রাইভেটকার। মুরারিপুর এলাকায় সামনে একটি ট্রাক এলে প্রাইভেটকারটি হঠাৎ গতিরোধ করে। এ সময় জাকির মোটরসাইকেল নিয়ে প্রাইভেটকারের পেছনে ধাক্কা দেন। এতে জাকির ও আরোহী তৈয়বুর মোটরসাইকেল নিয়ে সড়কের ওপর ছিটকে পড়েন। এ সময় পেছন থেকে বালুবাহী একটি ট্রাক গিয়ে তাদের চাপা দেয়। এতে এ হতাহতের ঘটনা ঘটে।
বিডি-প্রতিদিন/০৯ জুলাই, ২০১৭/মাহবুব