রাজধানীর বনানীতে বাসায় ডেকে তরুণীকে ধর্ষণের ঘটনায় করা মামলায় আসামি বাহাউদ্দিন ইভানের ডিএনএ পরীক্ষার অনুমতি দিয়েছেন আদালত।
মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে রবিবার দুপুরে ঢাকা মহানগর হাকিম দেলোয়ার হোসাইন পুলিশের অপরাধ ও তদন্ত বিভাগ- সিআইডি’র ফরেনসিক বিভাগকে এ নির্দেশনা দেন।
একই সঙ্গে মামলার জব্দকৃত আলামতসমূহ পরীক্ষার পাশাপাশি মামলার ভিকটিমের ইউরিন ও ব্লাড পরীক্ষার অনুমতি দিয়েছেন আদালত।
জন্মদিনের দাওয়াত দিয়ে গত মঙ্গলবার রাতে বনানীর ২ নম্বর রোডে ‘৫/এ ন্যাম ভিলেজ’ দ্বিতীয় তলার ভাড়া বাসায় ওই তরুণীকে ধর্ষণের অভিযোগ ওঠে ইভানের বিরুদ্ধে। পরদিনই বনানী থানায় মামলা করেন ওই অভিনেত্রী। এরপর বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জ থেকে ইভানকে গ্রেফতারের পর শুক্রবার ঢাকা মহানগর হাকিম মাজহারুল ইসলাম আসামি ইভানকে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বিডি-প্রতিদিন/০৯ জুলাই, ২০১৭/মাহবুব