রাজধানীর খিলক্ষেত থানাধীন শেওড়া রেলগেট এলাকায় রবিবার রাতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক ব্যক্তির (৪৫) মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর গুরুতর আহতাবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টায় তার মৃত্যু হয়।
পথচারী সূত্রে জানা যায়, শেওড়া রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় রেল লাইনে আহতাবস্থায় তাকে পড়ে থাকতে দেখা যায়। এরপর অন্যান্যদের সহযোগিতায় তাকে ঢামেক নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের নামপরিচয় জানা যায়নি। ঢাকা রেলওয়ে থানায় বিষয়টি জানানো হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার