রাজধানীর শেওড়াপাড়ায় আজ সকাল সাড়ে ১০টার দিকে মিনিবাসের ধাক্কায় রিকশা থেকে পড়ে এক টাইলস মিস্ত্রী নিহত হয়েছেন। নিহতের নাম আব্দুস সালাম, বয়স ৪৫ বছর।
এ ব্যাপারে নিহতের ভাগিনা মাসুদ জানান, শেওড়াপাড়ায় রিকশায় করে কাজে যাচ্ছিলেন আব্দুস সালাম। পথে গ্রামীণ পরিবহনের একটি বাস রিকশায় ধাক্কা দিলে তিনি পড়ে যান। গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাকে পৌনে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ প্রসঙ্গে ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে।
নিহত আব্দুস সালাম বাগেরহাট জেলার মালিয়া গ্রামের হামেদ মাওলানার ছেলে। তিনি পুনার ঢাকার নাসিরউদ্দিন রোডে পরিবার নিয়ে থাকতেন বলে জানা গেছে।
বিডি-প্রতিদিন/১০ জুলাই, ২০১৭/ওয়াসিফ