বাংলাদেশে এই প্রথম বেসরকারী উদ্যোগে সমাজে শারীরিক অক্ষমতায় পিছিয়ে পরা মানুষের সঠিক তথ্য বের করতে জরিপ করবে রিহ্যাবিলিটেশন এন্ড এডুকেশন সেন্টার ফর দি কমিউনিকেশন ডিজঅর্ডারড এন্ড প্যারালাইজড (রিক্যাপ)। শারীরিক অক্ষম মানুষের উপর সচেতনতা বৃদ্ধি ও তাদের সুচিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন বিষয়ের উপর জরিপ করবে রিক্যাপ।
এক প্রেস বিজ্ঞপ্তিতে রিক্যাপ জানিয়েছে, এ মাসের শেষে জরিপের কাজ শুরু করা হবে, আর পুরো বাংলাদেশের পূর্ণাঙ্গ তথ্য আগামী বছরের শেষ দিকে পাওয়া যাবে। জরিপের পাশাপাশি সচেতনতা বৃদ্ধির জন্য মানুষের মাঝে মস্তিস্কের বিকাশজনিত বিভিন্ন সমস্যার লক্ষণ, প্রতিকার এবং এর প্রয়োজনীয় পদক্ষেপের কথাও উল্লেখ করা হবে। এছাড়াও সুচিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে চিহ্নিত রোগীকে প্রাথমিক সুচিকিৎসাও নিশ্চিত করবে প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানটির প্রধান কর্মকর্তা ডাঃ ফাহমিদা আক্তার জানান, জরিপটি বাংলাদেশের সকল জেলা শহরসহ প্রত্যন্ত অঞ্চলের সমাজে সকল শারীরিক অক্ষমতায় পিছিয়ে পরা মানুষের সঠিক তথ্য বের করবে। প্রাথমিক পর্যায়ে ঢাকা বিভাগের সকল জেলাতে কাজ করা হবে। এরপর পর্যায়েক্রমে ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, চট্টগ্রাম, সিলেট, খুলনা ও বরিশাল বিভাগে কাজ করা হবে।
প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার মো: সজীব বলেন, অটিজম (মস্তিস্কের বিকাশজনিত সমস্যা), বিলম্বে ভাষা ও কথার বিকাশজনিত সমস্যা, শ্রবণ প্রতিবন্ধী, ঠোঁট ও তালুকাটা, উচ্চারণজনিত সমস্যা, ডাউন সিনড্রোম, শিশু ও বয়স্ক সম্বন্ধীয় তোতলামী, কণ্ঠস্বর জনিত সমস্যা, খাদ্য গলাধঃকরণ ও লালাক্ষরণ, মনোযোগ ও চঞ্চলতার সমস্যা (এডিএইচডি), শিশু খেলার দক্ষতার বিলম্বতা, সেরেব্রাল পালসি (মস্তিস্কে পক্ষাঘাতগ্রস্থতা), ডিসপ্রাক্সিয়া (কথার সমন্বয়করণ ও পরিকল্পনাজনিত সমস্যা), বয়স্কঃ স্ট্রোকের কারনে অ্যাফাসিয়া (ভাষাগত সমস্যা), মুখের মাংসপেশীর দুর্বলতা, শিক্ষণ ও বুদ্ধি প্রতিবন্ধীদের উপরে জরিপটি চালানো হবে।
এছাড়াও যারা বাত-ব্যথা, কোমড় ব্যথা, ঘাড় ব্যথা, হাঁটু অথবা গোড়ালীর ব্যথা, আঘাত জনিত ব্যথা, হাড় ক্ষয় জনিত রোগ, জয়েন্ট শক্ত হয়ে যাওয়া, স্ট্রোক প্যারালাইসিস জনিত সমস্যা, মুখ বেঁকে যাওয়া বা ফেসিয়াল পালসি, সেরিব্রাল পলসি (প্রতিবন্ধী শিশু), বার্ধক্যজনিত সমস্যা, ফ্ল্যাট ফিট, পার্কিনসন ডিজিজ, মাসকুলার ডিসট্রফি, পায়ের গঠনগত সমস্যা, জিবিএস ইত্যাদিতে ভুগছেন তাদের উপরেও জরিপ চালানো হবে বলে তিনি জানান।
রিক্যাপের বিজনেস্ কনসালটেন্ট মাজহারুল ইসলাম মিচেল জানান, জরিপটি শুধু সঠিক তথ্য জানার জন্যই নয়, মূলত সামাজিক দায়বদ্ধতা থেকেই এ পদক্ষেপটি গ্রহণ করা। আমরা চাই এ জরিপটি বাংলাদেশ সরকারসহ সকলের কাজে আসুক।
বিডি প্রতিদিন/১০ জুলাই ২০১৭/হিমেল