প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে জনতা ব্যাংকের সিনিয়র অফিসার পদে নিয়োগ কার্যক্রমের ওপর হাইকোর্টের দেওয়া নিষেধাজ্ঞা বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
পরীক্ষা কমিটির করা লিভ টু আপিল খারিজ করে রবিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বেঞ্চ এই আদেশ দেন।
তবে একদিন আগে আদেশ হলেও বিষয়টি সোমবার রিটের পক্ষের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া সাংবাদিকদের জানিয়েছেন।
প্রসঙ্গত, প্রিলিমিনারি পরীক্ষার পর গত ২১ এপ্রিল জনতা ব্যাংকের সিনিয়র অফিসার পদে নিয়োগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। কিন্তু সেই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠে।যা নিয়ে বিভিন্ন গণমাধ্যমেও খবর প্রকাশ হলে নিয়োগ প্রক্রিয়া স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করেন ১৫ জন চাকরিপ্রার্থী। এরপর তাদের আবেদন আমলে নিয়ে গত ২২ মে নিয়োগ প্রক্রিয়ার ওপর তিন মাসের স্থগিতাদেশ দেন হাইকোর্ট।
একইসঙ্গে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা তদন্ত ও গত ২১ এপ্রিল নেওয়া লিখিত পরীক্ষা বাতিলে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন বেআইনী ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করেন আদালত।
বিডি-প্রতিদিন/১০ জুলাই, ২০১৭/মাহবুব