রিহ্যাবিলিটেশন এন্ড এডুকেশন সেন্টার ফর দি কমিউনিকেশন ডিজঅর্ডারড এন্ড প্যারালাইজড (রিক্যাপ) সমাজে শারীরিক ও মানসিকভাবে অক্ষম এবং স্নায়ুরোগে আক্রান্ত সকল শিশু ও বয়স্কদের জন্য আগামী ১৪ জুলাই আগারগা (থানা নির্বাচন অফিসের ২য় তলা) তাদের নিজস্ব অফিস প্রাঙ্গণে স্পীচ এন্ড ল্যাঙ্গুয়েজ এবং ফিজিও থেরাপিভিত্তিক ফ্রি মেডিক্যাল ক্যাম্প করবে।
এক প্রেস বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটির প্রধান কর্মকর্তা ডাঃ ফাহমিদা আক্তার জানান, অটিজম (মস্তিস্কের বিকাশজনিত সমস্যা), বিলম্বে ভাষা ও কথার বিকাশজনিত সমস্যা, শ্রবণ প্রতিবন্ধী, ঠোঁট ও তালুকাটা, উচ্চারণজনিত সমস্যা, ডাউন সিনড্রোম, শিশু ও বয়স্ক সম্বন্ধীয় তোতলামী, কণ্ঠস্বর জনিত সমস্যা, খাদ্য গলাধঃকরণ ও লালাক্ষরণ, মনোযোগ ও চঞ্চলতার সমস্যা (এডিএইচডি), শিশু খেলার দক্ষতার বিলম্বতা, সেরেব্রাল পালসি (মস্তিস্ক পক্ষাঘাতগ্রস্থতা), ডিসপ্রাক্সিয়া (কথার সমন্বয়করণ ও পরিকল্পনাজনিত সমস্যা), বয়স্কঃ স্ট্রোকের কারনে অ্যাফাসিয়া (ভাষাগত সমস্যা), মুখের মাংসপেশীর দুর্বলতা, শিক্ষণ ও বুদ্ধি প্রতিবন্ধীদের জন্য এ মেডিকেল ক্যাম্পটি বিশেষ সহায়ক হবে।
এছাড়াও যাদের বাত-ব্যথা, কোমড় ব্যথা, ঘাড় ব্যথা, হাঁটু অথবা গোড়ালীর ব্যথা, আঘাত জনিত ব্যথা, হাড় ক্ষয় জনিত রোগ, জয়েন্ট শক্ত হয়ে যাওয়া, স্ট্রোক প্যারালাইসিস জনিত সমস্যা, মুখ বেঁকে যাওয়া বা ফেসিয়াল পালসি, সেরিব্রাল পলসি (প্রতিবন্ধী শিশু), বার্ধক্যজনিত সমস্যা, ফ্ল্যাট ফিট, পার্কিনসন ডিজিজ, মাসকুলার ডিসট্রফি, পায়ের গঠনগত সমস্যা, জিবিএস ইত্যাদিতে ভুগছেন তাদেরকেও ফ্রি চিকিৎসা দেয়া হবে বলে জানান তিনি।
এ ফ্রি মেডিক্যাল ক্যাম্পে অংশগ্রহনের জন্য আগ্রহীদের অবশ্যই আগামী ১৩ জুলাই এর মধ্যে ০১৯৯-১৯৩৩৩৯৯ নম্বরে ফোন করে রেজিস্ট্রেশন করতে হবে বলে জানানো হয়েছে।
বিডি-প্রতিদিন/১০ জুলাই, ২০১৭/ওয়াসিফ