মিথ্যা ঘোষণায় পণ্য আমদানি এবং জালিয়াতির মাধ্যমে পণ্য খালাসের অভিযোগে সিএন্ডএফ এজেন্টসহ দুই ব্যবসায়ীকে কারাগারে পাঠিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। দুই ব্যবসায়ী হলেন, পণ্যের আমদানিকারক সোহরাব হোসেন এবং সিএন্ডএফ এজেন্ট মো. আবছার। এর আগে একই মামলায় দুই কাস্টমস কর্মকর্তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন আদালত। আজ চট্টগ্রাম মহানগর জজ মো. শাহে নূল এ আদেশ দেন বলে জানান দুদক পিপি অ্যাডভোকেট কাজী ছানোয়ার হোসেন লাভলু।
তিনি বলেন, গত ২৬ এপ্রিল বন্দর থানায় দুর্নীতি দমন কমিশন (দুদক) ৪টি মামলা দায়ের করে। এর মধ্যে মিথ্যা ঘোষণার পণ্য আমদানির মামলায় সোহরাব হোসেন এবং সেই পণ্য খালাস করে ৫২ লাখ ৭৮ হাজার টাকা রাজস্ব ফাঁকির অভিযোগে আরেকটি মামলায় সিএন্ডএফ এজেন্ট আবছার গত ২৯ মে হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের জামিন পান। জামিনের মেয়াদ শেষে তাদের নিম্ন আদালতে আত্মসমর্পণের জন্য বলেছিল হাইকোর্ট। রবিবার দুইজন মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আজ সোমবার শুনানি শেষে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার