"আই.সি.টি শিখব, ডিজিটাল বিদ্যালয় গড়ব" শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে ৯৬ নং সিদ্ধিরগঞ্জ দক্ষিণ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে তিন দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে।
সোমবার সকালে অনুষ্ঠিত উক্ত কর্মশালায় সিদ্ধিরগঞ্জের ১৯টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
৯৬ নং সিদ্ধিরগঞ্জ দক্ষিণ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হাজী মোঃ ইব্রাহীম প্রধানের পৃষ্ঠপোষকতায় ও নারায়ণগঞ্জ সদর উপজেলা শিক্ষা অফিসার মনিরুল হকের সভাপতিত্বে কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ডিপিইও মজিব আলম।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা এডিপিইও নুরুল হাসান, উপজেলা শিক্ষা অফিসার শাহানা আফরোজ, সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল এন্ড কলেজের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট রোটারিয়ান আব্দুর রব, সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল এন্ড কলেজের দাতা সদস্য ও সিদ্ধিরগঞ্জ পৌরসভার সাবেক প্রশাসক আলহাজ্ব আব্দুল মতিন প্রধান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার আকরাম হোসেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার তৌফিকুল ইসলাম, ৯৬ নং সিদ্ধিরগঞ্জ দক্ষিণ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহ-সভাপতি সামসুদ্দিন আহম্মেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা এস.এম নিজাম উদ্দিন প্রমুখ।
কর্মশালা উদ্বোধন অনুষ্ঠানে উপস্থাপনা করেন ম্যানেজিং কমিটির সদস্য আক্তারুজ্জামান।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন