সাভারের আশুলিয়ার তুরাগ নদী থেকে অজ্ঞাত (১৪) এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দুপুরে আশুলিয়ার টঙ্গাবাড়ী তুরাগ নদীর তীর থেকে পানিতে ভাসমান অবস্থায় ওই তরুণীর মরদেহ উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ।
পুলিশ জানায়, দুপুরে তুরাগ নদীর তীরে অজ্ঞাত এক তরুণীর মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে আশুলিয়া থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। নিহত ওই তরুণীর শরীরে কোন কাপড় ছিলো। পুলিশের ধারণা গত দু’দিন আগে ওই তরুণীকে হত্যা করে লাশ গুম করার জন্য তুরাগ নদীতে ফেলে যায় দুর্বৃওরা। এবিষয়ে ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার খোরশেদ আলম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, হত্যা না মৃত্যু বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। এঘটনায় আশুলিয়ার থানায় একটি মামলা হত্যা মামলা দায়ের করা হয়।
এদিকে সাভারে তুরাগ নদীর কাউন্দিয়া দিয়াবাড়ী খেয়া ঘাটে নৌকা ডুবির ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকাবাসী শওকত হোসেন নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন