বরিশালে সরকারী চাল মজুদ করার চেস্টার দায়ে এক চাল ব্যবসায়ীকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া উদ্ধারকৃত চালের সমপরিমান মূল্য ২ লাখ ১০ হাজার টাকা রাষ্ট্রিয় কোষাগারে জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
বরিশালের স্পেশাল বিভাগীয় জজ আদালতের বিচারক দিলিপ কুমার ভৌমিক আসামীদের উপস্থিতিতে সোমবার ওই রায় দেন। রায়ে মামলার অপর আসামি ট্রাক চালক মো. জাফরকে বেকসুর খালাস দেয়া হয়েছে।
দণ্ডিত চাল ব্যবসায়ী হলেন, মেহেন্দিগঞ্জের দাদপুর এলাকার মৃত আব্দুল মন্নানের ছেলে নগরীর দক্ষিন আলেকান্দা চরের বাড়ি এলাকার বাসিন্দা মো. শাহীন মোল্লা।
আদালত সূত্র জানায়, ২০১২ সালের ১৩ ডিসেম্বর নগরীর বান্দ রোডের ত্রিশ গোডাউনের প্রধান গেটের সামনে অভিযান চালায় মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। সেখান থেকে মজুদের জন্য পাঁচারের উদ্দেশ্যে রওনা করা ট্রাক বোঝাই দুই শ’ বস্তা চাল উদ্ধার করা হয়। এ সময় ট্রাক চালক জাফর ও দন্ডিত শাহীন মোল্লাকে আটক করে ডিবি পুলিশ। এই ঘটনায় ওই দিন কোতয়ালী মডেল থানায় ডিবি’র এসআই জাহিদুল ইসলাম বাদী হয়ে দুই জনকে আসিমি করে মামলা দায়ের করেন।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন