রাজধানীর গুলিস্তানে বাস চাপায় বিদ্যুত মজুমদার (৫৬) নামে এক ব্যক্তি মারা গেছেন।
সোমবার রাত ৮টার দিকে গুলিস্তান আন্ডারপাস মার্কেটের উপরে এ দুর্ঘটনা ঘটে।
পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) মনসুর আলী জানান, সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের মর্গে রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন