শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক বলেছেন, উন্নত দেশ গঠনে দক্ষ জনশক্তি তৈরির বিকল্প নেই এবং দক্ষ জনশক্তি তৈরি করতে বর্তমান শিক্ষা পদ্ধতির পরিবর্তন আনতে হবে।
শনিবার রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় টেলিকম ট্রেনিং সেন্টারে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় দক্ষতা ও উন্নয়ন পরিষদ-এনএসডিসি সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
‘আমার দক্ষতা আনে আমার জীবিকা’ প্রতিপাদ্যকে সামনে রেখে দেশে তৃতীয়বারের মতো আজ বাংলাদেশে বিশ্ব যুব দক্ষতা দিবস পালিত হয়েছে। ২০১৪ সালে জাতিসংঘ ১৫ জুলাইকে বিশ্ব যুব দক্ষতা দিবস ঘোষণা করে। আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্বব্যাপী মানবসম্পদ তৈরির বিষয়ে জন সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জাতিসংঘ ২০১৫ সাল থেকে বাংলাদেশে এনএসডিসির উদ্যোগে দিবসটি পালিত হয়ে আসছে।
এই দিবসটি উপলক্ষে আলোচনা সভায় ২২টি মন্ত্রণালয়, ৩৫টি বিভাগ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, কারিগরি বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। দক্ষতা উন্নয়নের বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আলতাফ জলিল। দিবসটি উপলক্ষে পরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
অনুষ্ঠানে এনএসডিসির প্রধান নির্বাহী এবিএম খোরশেদ আলমের সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মূখ্য সমন্ময়ক মো, আবুল কালাম আজাদ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপার, বাংলাদেশ এমপ্লোয়ার্স ফেডারেশনের সভাপতি সালাউদ্দিন কাশেম খান বক্তৃতা করেন।
বিডি প্রতিদিন/১৫ জুলাই ২০১৭/এনায়েত করিম