চট্টগ্রামের দায়িত্ব পালনকালে হৃদরোগে আক্রান্ত হয়ে পুলিশ সদস্য আবুল কাসেমের মৃত্যু হয়েছে। রবিবার সকালে পটিয়া থানায় দায়িত্বপালনকালে হৃদরোগে আক্রান্ত হন তিনি।
এরপর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহত আবুল কাসেম পটিয়া থানায় কনস্টেবল হিসেবে দায়িত্বরত ছিলেন। তিনি নোয়াখালী সেনবাগ এলাকার আবদুল খালেকের সন্তান।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেয়ামত উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/০৬ আগস্ট ২০১৭/আরাফাত