রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সংলগ্ন কাজলায় এক আড়াই বছরে শিশুকে ধর্ষণ ঘটনায় আসামী মামুনুর রশীদ শান্তকে (১৪) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত ১২টার পর আসামীকে নগরীর লক্ষ্মীপুর থেকে গ্রেফতার করা হয় বলে বাংলাদেশ প্রতিদিনকে নিশ্চিত করেছেন মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান।
এ ব্যাপারে ওসি মেহেদী হাসান জানান, শনিবার রাত ১০টার শিশুটির বাবা বাদী হয়ে মামুনুর রশীদ শান্তকে একমাত্র আসামী করে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। এর আগে সন্ধ্যায় জিজ্ঞাসাবাদের জন্য শান্তর মা সুনাধানকে থানায় নিয়ে আসা হয়। পরে রাত ১২টার অভিযান লক্ষ্মীপুর থেকে শান্তকে গ্রেফতার করা হয়। আসামীকে কোর্টে চালান করে দেয়া হয়েছে বলেও জানান তিনি।
এদিকে, শিশুটি চিকিৎসার জন্য এখনো রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস বিভাগের ৪১ নম্বর ওয়ার্ডে হয়েছে বলে জানা গেছে।
বিডি-প্রতিদিন/০৬ আগস্ট, ২০১৭/ওয়াসিফ