চট্টগ্রামের জেলা প্রশাসকের কাছে অবৈধ আবদার করতে এসে গ্রেফতার হয়েছেন পাহাড়ের আট বাসিন্দা। রবিবার সকালে জেলা প্রশাসক জিল্লুর রহমান চৌধুরীর কাছে বিদ্যুৎ সংযোগের জন্য অবৈধ আবদার নিয়ে আসে আট ব্যক্তি। এসময় তাদের গ্রেফতারের নির্দেশ দেন জেলা প্রশাসক।
গ্রেফতারকৃতরা হলেন- আমজাদ হোসেন, আবু তাহের, বশির উল্লাহ, যদু মোহন দাশ, সৌলেল বাড়ই, জামাল, মোক্তার আহমেদ ও মো. ছাদেকুর রহমান।
জেলা প্রশাসনের স্টাফ অফিসার তৌহিদুল ইসলাম জানান, জঙ্গল সলিমপুরে অবৈধ বসবাসকারী আট ব্যক্তি বিদ্যুৎ সংযোগের জন্য আবেদন নিয়ে আসেন জেলা প্রশাসকের কাছে। তারা সম্পূর্ণ অবৈধভাবে জঙ্গল সলিমপুরে বসতি করছিল। বিষয়টা বুঝতে পেরে জেলা প্রশাসক তাদের গ্রেফতারের নির্দেশ দেন। পাশাপাশি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান ওই কর্মকর্তা।
বিডি প্রতিদিন/০৬ আগস্ট ২০১৭/আরাফাত