রাজধানীর যাত্রাবাড়ীর মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে নিয়ন্ত্রণ হারিয়ে মো. সেলিম (৩০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। আজ সকাল সোয়া ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পেশায় ব্যবসায়ী সেলিম সূত্রাপুরের বানিয়ানগর এলাকার আবুল মজিদের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, সেলিম সকালে কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে ওই ফ্লাইওভারের উপরের এলে হঠাৎ মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে তিনি মাথায় আঘাত পান। পরে তাকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক দুপুর ১২টার দিকে তার মৃত্যু ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া।
বিডি প্রতিদিন/৭ আগস্ট, ২০১৭/হিমেল