রাজধানীর মধ্য বাড্ডায় চলন্ত বাসের ছাদ থেকে পড়ে রুস্তম আলী (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) নওশাদ আলী এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত রুস্তম জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার ঢাকরপাড়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে।
বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) নওশাদ আলী বলেন, ভোরে একটি চলন্ত বাসের ছাদ থেকে পড়ে ঘটনাস্থলেই মারা যান রুস্তম আলী। পরে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
তিনি জানান, এ সময় ওই ব্যক্তির কাছে পাওয়া মোবাইল ফোনের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করে পরিবারকে বিষয়টি জানানো হয়েছে।
বিডি-প্রতিদিন/০৬ আগস্ট, ২০১৭/মাহবুব