কুমিল্লার লাকসাম রেলওয়ে জংশনে ট্রেনের ছাদে অবৈধভাবে ভ্রমণের অভিযোগে ৫০ জন যাত্রীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে ময়মনসিংহগামী বিজয়, চাঁদপুরগামী সাগরিকা, ঢাকাগামী চট্টলা ও কর্ণফূলী এক্সপ্রেসসহ কয়েকটি ট্রেনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
লাকসাম রেলওয়ে জংশন থানার ওসি স্বপন কান্তি বড়ুয়া জানান, ট্রেনের ছাদে ভ্রমণকারী যাত্রী বেশধারী অপরাধ রোধ, অসর্তকতার কারণে মৃত্যুঝুঁকিসহ নানা দুর্ঘটনা রোধে জেলা পুলিশ সুপারের নির্দেশে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। আটককৃতদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/০৮ আগস্ট, ২০১৭/মাহবুব