চট্টগ্রামে আদালতে হাজিরা দিতে এসে ছিনতাই মামলার আসামি মো. জুয়েলকে (২৮) ছুরি মেরে আহত করেছে প্রতিপক্ষের লোকজন। আজ দুপুরে নতুন আদালত ভবনের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। জুয়েল নগরীর বায়েজিদ থানায় একটি ছিনতাই মামলার আসামি। গত সপ্তাহে তিনি ওই মামলায় জামিন পান।
পুলিশ জানায়, নূর আলম কসাই নামের একজন জুয়েলকে ছুরি মারে। হামলার পর জুয়েলকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। তবে হামলাকারীদের কাউকে আটক করা হয়নি।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বলেন, ‘জুয়েলের ছোট ভাই সুমনকে প্রতিপক্ষের লোকজন কিছুদিন আগে মারধর করে। এ ঘটনায় তারা একটি মামলা করে। মামলাটি আজ আদালত থেকে তুলে নেয়ার কথা ছিল। মামলা তুলে নেওয়ার বিষয়ে আদালত ভবনে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দ্বিতীয় তলার সিঁড়ির কাছে প্রতিপক্ষের লোকজন জুয়েলের উরুর পেছনের অংশে ছুরিকাঘাত করে। আহত অবস্থায় জুয়েল দৌড়ে তিন তলায় তৃতীয় মহানগর যুগ্ম দায়রা জজ আদালতে আসামিদের কাঠগড়ায় ঢুকে পড়েন। বিচারক তখন এজলাসেই ছিলেন।’
বিডি প্রতিদিন/এ মজুমদার