চট্টগ্রাম ঐতিহ্যবাহী আন্দরকিল্লা শাহী জামে মসজিদ কুয়েতের ১৫০ কোটি টাকা অর্থায়নে আধুনিকায়ন, সংরক্ষণ ও সংস্কারকাজ করা হবে। আজ মসজিদটির আধুনিকায়ন, সংরক্ষণ ও সংস্কার বিষয়ে গঠিত কমিটির সদস্যরা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে আন্দরকিল্লা শাহী জামে মসজিদের বর্তমান আকার-আকৃতি, ডিজাইন ও স্থাপত্যশৈলী অটুট রেখে আধুনিক স্থাপত্যের ভিত্তিতে আধুনিকায়ন ও সংস্কার করা হবে বলে অভিমত ব্যক্ত করা হয়। ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত এ মসজিদটি দীর্ঘদিন পর সংস্কারের উদ্যোগ নেয় ধর্ম মন্ত্রণালয়।
সভাপতি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘আন্দরকিল্লা শাহী জামে মসজিদ একটি ঐতিহ্যবাহী। মসজিদটি মুসলিম সংস্কৃতির প্রাণকেন্দ্র। তাই মসজিদের যথাযোগ্য রক্ষণাবেক্ষণ কাজ অতীব জরুরি। ধর্ম মন্ত্রণালয়ের এ উদ্যোগকে আমরা স্বাগত জানাই।’
মেয়রের বাসভবনে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. হাফিজুর রহমান, স্থাপত্য অধিদপ্তরের অতিরিক্ত প্রধান স্থপতি এসএম জুলক্বার নাইন, বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের সহযোগী অধ্যাপক ড. এসএম নাজমুল ইসলাম, বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সদস্য স্থপতি নাজমুল লতিফ, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান নগর পরিকল্পনাবিদ শাহীনুল ইসলাম খান, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক আবুল হায়াত মো. তারেক, গণপূর্ত অধিদপ্তরের ডিজাইনার মো. সাঈদ মাহবুব মোর্শেদ, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মো. আফজাল উদ্দিন প্রমুখ।
জানা যায়, ১৯৬৮ সালের ৭ জানুয়ারি থেকে এ মসজিদের ব্যবস্থাপনা ও পরিচালনার দায়িত্বভার গ্রহণ করে ইসলামিক ফাউন্ডেশন। এ মসজিদে জুমা, পাঁচওয়াক্ত নামাজ, দুই ঈদের জামাত, পবিত্র রমজানে হাজারো মুসলির ইফতারসহ ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে নানামুখী ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার