‘দুর্যোগ সহনীয় দিবস গড়ি, নিরাপদে বাস করি’ এই শ্লোগান নিয়ে বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে শুক্রবার সকালে বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহড়া অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. শহীদুজ্জামান। বক্তব্য রাখেন বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাকির হোসেন, এনজিও সংগঠক কাজী জাহাঙ্গীর কবির প্রমুখ।
পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দক্ষ কর্মীরা প্রাকৃতিক দুর্যোগ, অগ্নিকাণ্ড ও ভূমিকম্পের সময় তাদের উদ্ধার তৎপরতার মহড়া প্রদশন করেন।
মহড়ার নেতৃত্বদানকারী বরিশাল ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক মো. ফারুক হোসেন সিকদার জানান, দুর্যোগের সময় তারা অটো স্কেস (বর্হিগমন), রোপ স্কাইডিং, হাই এ্যাঙ্গেল রেসকিউ, ভবন থেকে আহতদের উদ্ধার, জাম্পিং শিটের মাধ্যমে উদ্ধার, মইয়ের সাহায্যে উদ্ধার এবং ফায়ার ফাইটিং মহড়া করেন। মূলত জনসচেতনতা সৃস্টির উদ্দেশ্যে তাদের বিভিন্ন তৎপরতার মহড়া চালানো হয়েছে। এই মহড়া থেকে স্কুল শিক্ষার্থীসহ জনগণ কিছুটা শিখলেও দুর্যোগ ও ভূমিকম্পে তারা সহনীয় অবস্থায় থাকতে পারবে বলে আশা তাদের।
বিডি প্রতিদিন/১৩ অক্টোবর ২০১৭/হিমেল